তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্তহত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোনো লাভ নেই। বরং খালেদা জিয়া জামায়াত-জঙ্গি সঙ্গ ত্যাগ করুন তাহলেই সরকার খুব দ্রুত জঙ্গি দমনে সক্ষম হবে। সারাদেশে জঙ্গি ও গুপ্তহত্যা বন্ধে সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে-বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এআরএ/এমএস