মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা রাজু আহম্মেদ জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা বাজারে আগুন দেখতে পান। সার ও জ্বালানি তেলের ডিলার ধীরেন ট্রেডার্স থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এরপর একে একে নির্মলের সারের দোকান, মজিবরের কসমেটিক্সের দোকান, মধু মিয়ার মুদি দোকান, আব্দুর রাজ্জাকের ফার্নিচারের দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়। বেশির ভাগ দোকানেরই ঘরসহ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়রা বলছেন, এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ, দোহার ও সাভার দমকল বাহিনীর তিনটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করলেও এ বিষয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস বিভাগের বক্তব্য পাওয়া যায়নি।বি.এম খোরশেদ/এসএস/এমএস