বিনোদন

রণবীরের ‘ধুরন্ধর’ সেনাবাহিনীকে পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের

মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। শহীদ মেজর মোহিত শর্মার পরিবারের অভিযোগের ভিত্তিতে এর মুক্তি স্থগিতের আবেদন করেন তার মা–বাবা। তাদের দাবি-সিনেমাটির গল্প ও বেশ কিছু দৃশ্য মেজরের বাস্তব জীবনের সঙ্গে মিলে গেলেও নির্মাতারা পরিবারের অনুমতি নেননি।

এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মামলার রায় দেয় দিল্লি হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে-সিনেমাটি জরুরি ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠাতে হবে পর্যালোচনার জন্য। সেনাবাহিনীর সবুজ সংকেত পাওয়ার পরই সিনেমার সেন্সর ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মেজরের পরিবারের অভিযোগ- ‘ধুরন্ধর’র ট্রেলারে সেনাবাহিনীর গোপন কৌশল ও বাস্তব সামরিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী আশিস দীক্ষিত আদালতকে জানান, সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি; বিষয়টি প্রক্রিয়াধীন। প্রয়োজনে এটিকে সেনাবাহিনীর কাছে পাঠানো যেতে পারে। তিনি আরও যুক্তি দেন- ‘ধুরন্ধর’ কোনও বায়োপিক নয়, ছবির গল্প সম্পূর্ণ কাল্পনিক।

পরিচালক আদিত্য ধরের সাম্প্রতিক একটি পোস্টও আদালতে পেশ করা হয়, যেখানে তিনি পরিষ্কার লিখেছেন-সিনেমাটি মেজর মোহিত শর্মাকে ভিত্তি করে নয়।

অন্যদিকে নির্মাতাদের আইনজীবী সৌরভ কিরপাল জানান-শুধু একটি ট্রেলার দেখে ভুল ধারণা থেকে পরিবার নিষেধাজ্ঞা চাইতে পারেন না। তবে মেজরের পরিবারের আইনজীবীর দাবি-সিনেমার অনেক দৃশ্য তার জীবনের বাস্তব অপারেশনের সঙ্গে মিলে যায়, আর অনুমতি না নেওয়া আরও প্রশ্ন তৈরি করে।

সব পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে-ছবিটি অবিলম্বে সেনাবাহিনীর কাছে পাঠানো হোক যাচাইয়ের জন্য।

আরও পড়ুন:ধর্মেন্দ্রর অগাধ সম্পত্তি রেখে যা চাইলেন তার মেয়ে অহনাদুবাইয়ে ঋতুপর্ণার নাচ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়

এদিকে মুক্তির আগেই রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অগ্রিম বুকিংয়ে বেশ সাড়া ফেলেছে। কিছু প্রেক্ষাগৃহে টিকিটের মূল্য ২ হাজার টাকা পর্যন্ত ছুঁয়েছে। তবে আদালতের নতুন নির্দেশনায় সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও উড়ানো যাচ্ছে না।

এমএমএফ/এমএস