দেশজুড়ে

নওগাঁয় মদপানে কৃষকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে মদপানে মনু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাটাচারি গ্রামের একটি মাঠ থেকে নিহতের মদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনু মিয়া উপজেলার পাটাচারি গ্রামের মফিজের ছেলে।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হন মনু মিয়া। পরে বাড়ি না ফেরায় রাতে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে গ্রামের একটি ফাঁকা মাঠে মনু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, মরদেহ উদ্ধারের সময় তার শরীর ও মুখ থেকে দেশীয় মদের গন্ধ পাওয়া যায়। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অন্য কোনো ঘটনাও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।আব্বাস আলী/এআরএ/এমএস