চাঁদের মুখেও দাগ আছে, তবু চাঁদ সুন্দর। তাই বলে মানুষের মুখে দাগ থাকলে তাকেও যে দেখতে সুন্দর লাগবে তা কিন্তু নয়। বরং ফলাফল হবে উল্টো! মুখে দাগ থাকলে আপনাকে দেখতে কিছুটা হলেও খারাপ লাগবে। মুখে কালো দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। রইলো মুখের দাগ দূর করার উপায়-১. লেবু ত্বকের জন্য ভীষণ উপকারী। যে কোন ধরনের ফেসপ্যাকে আপনি লেবুর ব্যবহার করতে পারেন। লেবু সহজেই কালো ছাপ দূর করবে।২. মুখের কালো ছাপ দূর করতে হলে দুধের সরের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষন রাখার পরে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।৩. টমেটোর রসের মধ্যে অল্প হলুদ মিশিয়ে মুখে লাগান। ৪. আঙুরের রসের মধ্যে মধু মিশিয়ে মুখে লাগান। মুখের চমক বাড়বে।৫. পাকা পেঁপে আপনার এই সমস্যা দূর করে দেবে। যদি মুখে কালো দাগ হয়ে যায় তাহলে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে মুখে লাগান। এই প্রলেপটা যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই প্রলেপটা লাগান। এই ভাবে তিন চার বার করুন। ২০ মিনিট লাগিয়ে রাখার পরে মুখটা ভালো করে উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন।