দেশজুড়ে

নটোরে ১০ ট্রাকে ভাঙচুর

নাটোরে মহাসড়কে গাছ ফেলে ১০ ট্রাকে ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। বৃহস্পতিবার রাতে বড়াইগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনার সময় ট্রাক চালকদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও খবর পাওয়া গেছে।  এদিকে ভাঙচুরে জড়িত অভিযোগে ইয়াহিয়া খান (৪২) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পুলিশ বলছে ইয়াহিয়া খান বিএনপি কর্মী। অবরোধকারীদের কবলে পড়া কুষ্টিয়ার ট্রাক চালক আজহার আলী বলেন, সবজি নিয়ে ঢাকা যাচ্ছিলাম। রাত দুইটার দিকে রাজাপুর এলাকায় সামনের ট্রাকের কারণে আমার ট্রাককেও থামতে হয়। এসময় হঠাৎ ৪/৫জন মুখোশধারী যুবক লাঠি হাতে ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করে। এসময় তারা আমার কাছে থাকা চার হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। তিনি আরো বলেন, এসময় তারা অন্তত ৪০টি ট্রাকে ভাংচুর এবং লুটপাট করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ৪০টি নয় ১০টি ট্রাকে ভাঙচুর চালানো হয়। রাজাপুর এলাকায় দায়িত্বপালনকারী বড়াইগ্রাম থানার এসআই সোলায়মান আলী জানান, ট্রাকে ভাঙচুর বা ছিনতায়ের খবর তার জানা নাই। তবে রাজাপুর বাজার এলাকায় গাছের ডাল ফেলেছিল অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ তা অপসারন করেছে। দুই-চারটি ট্রাকে চোরা-গোপ্তা ভাবে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।