নৈশ প্রহরী ও গুদামের দুই কর্মচারীকে বেঁধে ৭৬৩ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের সততা খাদ্যভাণ্ডারে এ ঘটনা ঘটে।সততা খাদ্য ভাণ্ডারের মালিক আবুল কাসেম জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত তার গুদামের নৈশ প্রহরী শাহিনকে বেঁধে ট্রাকযোগে ৭৬৩ বস্তা চাল নিয়ে যায়। লুট করা চালের মধ্যে ৫০ কেজির বস্তা রয়েছে ৪১৫টি ও ২৫ কেজির বস্তা রয়েছে ৩৪৮টি। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালের দাম ১২ লাখ টাকা।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, তিনি বিষয়টি শুনেছেন। মামলা প্রক্রিয়াধীন।আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর