দেশজুড়ে

ঝিনাইদহে কচুভর্তি ট্রাক উল্টে নিহত ৫

ঝিনাইদহের মহেশপুরে কচুভর্তি একটি ট্রাক উল্টে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জীবননগর-কালীগঞ্জ সড়কের কাটাখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।কোটচাঁদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল­ব সাধু জানান, নিহতরা হলো- লিটন, মঞ্জিল, মঈন উদ্দিন, মুস্তাক হোসেন ও হাশেম আলী। এদের সকলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।নিহতদের আত্মীয় স্বজনরা জানান, বিকেল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাজার থেকে একটি ট্রাকে কচু ভর্তি করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে সড়কের মহেশপুরের কাটাখালী ব্রিজের পাশে এসে ট্রাকটি উল্টে যায়। সে সময় ট্রাকের উপর থাকা ৫ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল মহেশপুর উপজেলার মধ্যে হলেও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে হওয়ায় হতাহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জনান, হাসপাতালে ২ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫ জনের লাশ দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে দিয়ে গেছে।কোটচাঁদপুর ফায়ার ব্রিগেড ইউনিটের স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার মন্ডল জানান, ঝিনাইদহের একটি ইউনিট, যশোরের একটি ও কোটচাঁদপুরের একটি মোট ৩টি ইউনিট মিলে এই উদ্ধার কাজ পরিচালনা করে। অতিরিক্ত মাল বোঝাই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করছেন তারা।নাসিম আনসারী/এএম/এবিএস