ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নাসির হোসেন নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুশনা ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত নাসির পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন বলে পুলিশ জানায়। নাসির উপজেলার তালিনা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, সকালে এলাকাবাসী মোহনপুর গ্রামের একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।নাসির হোসেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দলীয় কোন্দলের কারণে নিজ দলের লোকজন তাকে হত্যা করতে পারে বলে জানান ওসি।বিএ