দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৩৬

সাতক্ষীরায় চলমান অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ নাশকতা ও বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়ায় দুইজন, তালায় দুইজন, কালীগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে একজন, দেবহাটায় ২ জন এবং পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।আকরামুল ইসলাম/এসএস/এমএস