সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রোববার সকালে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীদের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।হরতালে শহরে সবধরনের যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম (এএসপি) জাগোনিউজকে জানান, হরতালে যেকোনোা ধরনের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিএ/এমএস