দেশজুড়ে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহৃত

মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যু নোয়ামিয়া বাহিনী। মঙ্গলবার বিকেলে কাঠেশ্বর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা তাদের অপহরণ করে।দস্যুর কবল থেকে ফিরে আসা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মোজাম গাজীর ছেলে ইকবাল হোসেন ও লিয়াকত মোল্যার ছেলে ইউছুফ মোল্যা জানান, মাছ ধরার ২৫টি নৌকা থেকে ৮ জেলেকে জনপ্রতি ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু নোয়ামিয়া বাহিনী।অপহৃত জেলেরা হলেন চাঁদনীমুখা গ্রামের শাহাদাৎ, শামসুর রহমান, রাজুসহ ৮ জন। সুন্দরবন বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে আমারা এখনো কিছু জানতে পারেনি।আকরামুল ইসলাম/বিএ