সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা কালিন্দি নদীতে দু’টি মাছ ধরার ট্রলারসহ চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে ভারতের বাংলার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম ঘোষ শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান মিন্টুর কাছে তাদের হস্তান্তর করেন।তারা হলেন, পিরোজপুর জেলার চিতলিয়া গ্রামের মৃত. আপেল খলিফার ছেলে লাল মিয়া, বাগেরহাট জেলার ভাষা বকা গ্রামের বকা আলীর ছেলে রিয়া ব্যাপারি, কক্সবাজার জেলার মনোহরখালী গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে জামালউদ্দীন ও একই জেলার আজম কলোনি এলাকার মোফাজ্জল আহম্মদের ছেলে আয়াত উল্লাহ।১৭-বর্ডার গার্ড ব্যাটালিয়ন নীলডুমুরের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, মেজর মো. আব্দুল্লাহ আল মামুন, বর্ডার গার্ড রিভারাইন কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার আল ইমরান তানভীর, কৈখালী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. নজরুল ইসলাম, বিএসএফ শমসেরনগর কোম্পানি কমান্ডার এসি গিরিস চন্দ্র সেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সমুদ্রে মাছ ধরতে গিয়ে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশি জেলেরা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে বিএসএফ তাদের আটক করে। আকরামুল ইসলাম/এএম/আরআইপি