দেশজুড়ে

র‌্যাবের সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী গোলাগুলি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ এলাকায় শ্যামনগর উপজেলার ছোট কলাগাছি নদীতে র‌্যাব ও বনদস্যুদের ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গোলাবারুদসহ ছয়জন জেলে ও তিনটি নৌকা উদ্ধার করেছে র‌্যাব।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তবে কোন বনদস্যু আহত, নিহত বা আটক হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।আকরামুল ইসলাম/এএম/এআরএস