ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মসিউর রহমানসহ ৫৩ নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গরু বোঝাই একটি ট্রাকে পেট্রল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ড্রাইভার সবুজ হোসেন এ মামলাটি দায়ের করে।মামলায় আরও অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে একটি গরু বোঝায় ট্রাকে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে।এমএএস/আরআই