দেশজুড়ে

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এবং অন্তত ২৫ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামের আলফু মিয়ার মালিকানাধীন খাদিজা বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামের শফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০)। সম্প্রতি তিনি ৬৫০০ টাকা অগ্রিম বেতন হিসেবে নিয়ে নেন। গত শুক্রবার জাহাঙ্গীর বেকারি মালিককে তার নানা মারা গেছেন বলে বাড়ি যেতে চান। কিন্তু বেকারি মালিক খবর নিয়ে জানতে পারেন তার নানা আরও অনেক আগেই মারা গেছেন। পরবর্তীতে তিনি বেতনের অগ্রিম টাকা ফেরত দাবি করেন। না দিলে তাকে বাড়ি যেতে দেবেন না বলেও জানান। পরে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরের বাবা এসে ছেলেকে নিয়ে যেতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতহাতিতে গড়ায়। এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মঙ্গলবার একটি ছেলেকে মারধর করা হয়েছিল। এর জের ধরেই এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড টিয়ার শেল ও ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর