১০ ঘণ্টা পর বিকেল ৩টায় সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট রেলপথে মাধবপুরের রাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে।শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের মাস্টার মোয়াজ্জুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এবিএস