দেশজুড়ে

তালতলীর দুই ইউনিয়নের মানুষ পান করছে ডোবার পানি

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ও নিশানবাড়ীয়া ইউনিয়নের উপকূলীয় শুটকি পল্লীতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই দুই ইউনিয়নে কোনো টিউবওয়েল না থাকায় এ সংকট দেখা দিয়েছে। এ কারণে এখানকার মানুষ বাধ্য হয়ে স্থানীয় পুকুর আর ডোবা-নালার পানি পান করছে। ফলে এ এলাকায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এদিকে গত কয়েকদিনে ডায়রিয়ায় শিশু ও নারীসহ ১৬ জন আক্রান্ত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সোনাকাটা ও নিশানবাড়িয়ার শুটকি পল্লীতে ৮-১০ কিলোমিটারের মধ্যে কোনো টিউবওয়ের বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। এছাড়াও এই দুই পল্লীর কাছাকাছি কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। ডায়রিয়ায় আক্রান্তদের জরুরি প্রয়োজনে চিকিৎসা দেওয়ার জন্য নেই কোনো কমিউনিটি ক্লিনিক। ফলে ডাইরিয়ার মুহুর্তেও শুটকি পল্লীর জেলে ও শ্রমিকরা বিশুদ্ধ খাবার পানির অভাব ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা জানান, বিশুদ্ধ খাবার পানির অভাব ও চলমান বৈরী আবহাওয়ার কারণে ডাইরিয়ার উপদ্রব বেড়েছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে আনতে শুটকি পল্লীতে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা জরুরি প্রয়োজন।এমএএস/পিআর