দেশজুড়ে

ডিমলায় জামায়াতের আমিরসহ আসামি কারাগারে

নীলফামারীর ডিমলায় পৃথক অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের আমীর ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।বুধবার রাতে নাশকতা চেষ্টার অভিযোগে ডিমলা সদর ইউনিয়নের জামায়াতের আমির ও বাবুরহাট গ্রামের মৃত আবুল কাশেম ছেলে আব্বাস আলীকে (৫০) গ্রেফতার করে পুলিশ।এদিকে ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এমআর সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলামকে (৩০) গ্রেফতার করে। তিনি ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, নীলফামারী আদালতের এসসি-৪৭/১৫ মামলায় চলতি বছরের ২৭ জুলাই জহুরুলকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। মামলার রায়ের পর জহুরুল ইসলাম আত্মগোপন করেন। বুধবার রাতে সরদারহাট তেল্লাই দেলার মাছের ঘের থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।এছাড়া ডিমলার সদর ইউনিয়নের জামায়াতের আমির আব্বাস আলীকে বাবুরহাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।   ডিমলা থানা পুলিশের সিনিয়র ইন্সপেক্টর শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াত নেতাকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।জাহেদুল ইসলাম/এফএ/এবিএস