ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে আবারও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত স্থায়ী হয় এই শিলাবৃষ্টি।মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন জানান, ভোররাতে এক ঘণ্টা স্থায়ী এই শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি করেছে। ১২টি ইউনিয়নের মধ্যে নাটিমা, যাদবপুর, মান্দারবাড়িয়া, স্বরূপপুর, এসবিকে ও পৌর এলাকায় বেশি ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্নয় করা যায়নি। মাঠকর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শনে গেছেন। ফিরে এলে জানা যাবে বলে তিনি জানান।এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান জানান, রাত ৩টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ইউনিয়নের ১০টি গ্রামের মসুর, গম, তামাক, আমের মুকুলসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।সুন্দরপুর গ্রামের কৃষক ইমাদুল জানান, ভোররাতে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এতে আমার ঘরের টিনেরও কিছু ক্ষতি হয়েছে। তবে সকালে মাঠে গিয়ে দেখি মসুর ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে।ভালাইপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল কাদের জানান, শিলাবৃষ্টিতে ৩ বিঘা জমির তামাক ক্ষেত পুরোটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।উপজেলা কৃষি অফিসার আবু তালহা জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্থ এলাকায় আসছি। ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।উল্লেখ্য, রোববার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ১৫টি গ্রামে শিলাবৃষ্টি হয়। ওই শিলাবৃষ্টিতে ১৫ গ্রামের ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে যায়।বিএ/এমএস