দেশজুড়ে

বরগুনায় চার ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

চাঁদা না দেয়ায় বরগুনা জেলা কৃষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে আজাদ বাবলুর উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা সাতদিনের মধ্যে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।উক্ত নেতারা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম রাজীব, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান, যুগ্ম সম্পাদক ইউনুস হোসেন সোহাগ ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সুজন।বরগুনা জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের উপদফতর সম্পাদক সাইফুল ইসলাম শুভ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ছাত্রলীগের নির্বাহী সংসদকে অবহিত করা হবে বলে জানানো হয়।এর আগে গত সোমবার রাত আটটার দিকে বরগুনা শহরের চরকলোনী এলাকার গোল্ডেন লাইন বাস কাউন্টারে একে আজাদ বাবলুর কাছে চাঁদা দাবি করে জেলা ছাত্রলীগের অভিযুক্ত নেতারা। কিন্তু বাবলু চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর হামলা করা তারা। পরে গুরুতর আহত অবস্থায় একে আজাদ বাবলুকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় আহত কৃষক নেতা একে আজাদ বাবলুর বাবা মুক্তিযোদ্ধা মো. দারুল ইসলাম মাস্টার বাদী হয়ে সোমবার রাতেই বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এবিএস