আন্তর্জাতিক

ছাগলের পিঠে বানরের বসবাস! (ভিডিও)

চীনের দক্ষিণাঞ্চলে ছাগলের খামারে এক বানর ছানাকে বসবাস করতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই খামারে শতাধিক ছাগল রয়েছে। বানর ছানাটি ছাগলের পিঠে বসে রয়েছে। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, ওই বানরটি কি ছাগলকে তার মা মনে করছে? দেখুন ভিডিওতে...এসআইএস/পিআর