দেশজুড়ে

বাল্যবিয়ে প্রতিরোধে কালীগঞ্জ ইউএনওর নতুন উদ্যোগ

ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছাদেকুর রহমান। স্কুল-কলেজ পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীদের বাল্যবিয়ে বন্ধ ও ইভটিজিং প্রতিরোধে এখন থেকে স্কুল কলেজে লাগানো হচ্ছে অভিযোগ বাক্স। সম্প্রতি উপজেলা পরিষদের এক সভায় বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে অভিযোগ বাক্স স্থাপনের পরামর্শ দেন ইউএনও। বিষয়টি উপস্থাপনের পর ব্যাপক সাড়া পড়ে। সে মোতাবেক কালীগঞ্জের সব স্কুল-কলেজে বিশেষ করে গালর্স স্কুল ও মহিলা কলেজ অভিযোগ বাক্স লাগানো শুরু হয়েছে। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, নতুন ইউএনও স্যার যোগদানের পর এক সভায় তিনি বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে স্কুল কলেজে অভিযোগ বাক্স টানানোর জন্য ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।তিনি আরো জানান, তার ইউনিয়নের বেশিরভাগ লোকই সংখ্যালঘু ও দরিদ্র পরিবারের সন্তান। এসব পরিবারের মেয়েরাই বাল্যবিয়ের শিকার হয় বেশি। মেয়ে একটু বড় হলে কেউ হয়ত উত্যক্ত করতে পারে এমন আশঙ্কায় বাল্যবিয়ে দিয়ে দেয় পরিবারের অভিভাবকরা। অনেক মেয়ে আছে তারা পড়তে চায়। কিন্তু পরিবারে মতকে এড়াতে পারে না। এক্ষেত্রে ওই মেয়ে  বা তার বান্ধবীরা কোথায় অভিযোগ দেবে তা তারা যানে না। এক্ষেত্রে স্কুলের অভিযোগ বাক্সটি তাদের কাজে লাগবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ জানান, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে শনিবার দুপুরে সোনার বাংলার আয়োজনে স্কুলে এক সভা হয়। সভা শেষে ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে একটি অভিযোগ বাক্স প্রদান করেন। সেটি স্কুলে টানানো হয়েছে। বিদ্যালয়ের কোনো ছাত্রীর বাল্যবিয়ে ঠিক হলে বা কেউ তাদের ইভটিজিং করলে তারা অভিযোগটি লিখে বাক্সে ফেলে দেবে। প্রতিদিন প্রধান শিক্ষক সেটি খুলে দেখবেন। যদি কোনো অভিযোগ থাকে সেটি চেয়ারম্যানকে জানাবেন। প্রয়োজনে ইউএনওকেও জানানো হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. ছাদেকুর রহমান জানান, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে অভিযোগ বাক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক ছাত্রী আছে তারা কোথায় অভিযোগ দেবে এটা জানে না। এখন থেকে তারা বাক্সে অভিযোগ দিলে আমি সহজেই তা জানতে পারবো। তিনি বলেন, এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হবে। কোনো মেয়েকে বাল্যবিয়ে দিতে বাধ্য করলে বা কেউ তাদের ইভটিজিং করলে যাচাই বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস