বাউল সম্রাট ফকির লালন শাহ’র স্মরণোৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে বুধবার শুরু হচ্ছে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, লালনমেলা ও লালন সংঙ্গীতানুষ্ঠান।প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে বাউলরা দলে দলে ছুটে আসছেন। লালন একাডেমি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাউলদের খাদ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় । সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে ৪ মার্চ থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে এই স্মরণোৎসব। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক কমিটি।উদ্বোধনী দিনে বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান, বিজিবি যশোর রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শহীদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কে.এম. রাহাতুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার আলম আরা জুঁই এবং ঢাকা আইডিয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস।অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, আগত অতিথি ও ভক্তরা যাতে শঙ্কামুক্ত পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে তিনি জানান।উল্লেখ্য, লালন ফকির তাঁর জীবদ্দশায় প্রতি বছর দোল পূর্ণিমায় তাঁর অনুসারীদের সঙ্গে নিয়ে স্মরণোৎসব পালন করতেন। এ ধারাবাহিকতায় লালন একাডেমি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বছরে দু`বার অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর একটি হচ্ছে দোল পূর্ণিমায় (মার্চ মাসে) লালন স্মরণোৎসব। আরেকটি বাংলা পহেলা কার্তিক (অক্টোবর মাসে) লালনের তিরোধান দিবস উপলক্ষে। এ দুটি অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর লালনের আখড়া বাড়ি কুমারখালীর ছেঁউড়িয়ায় লাখো মানুষের সমাগম হয়। এ উৎসবকে ঘিরে দেশের দূর-দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও দলে দলে মানুষ ছুটে আসেন লালন আখড়ায়। এসএইচএ/বিএ/এমএস