ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের প্রতাপপুর গ্রামে পুলিশ পরিচয়ে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া মৃত হাকিম আলীর ছেলে কৃষক করম আলীর ৬দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ৪ ডিসেম্বর রোববার দিনগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে করম আলী নিজের বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় ৫-৭ জন সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।করম আলীর বড় ভাই আবুল কাশেম সাংবাদিককে জানিয়েছেন, বাসার ভিতরে ৫-৭ জন লোক এসে বলে আমরা পুলিশের লোক, তোর ভাইকে আমরা নিয়ে যাচ্ছি থানায় এসে দেখা কর। এ কথা বলে দূরে রাখা সাদা গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, সাদা পোশাকে কে বা কারা করম আলীকে তুলি নিয়ে গেছে এ বিষয়ে কিছু জানা নাই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস