দেশজুড়ে

সুনামগঞ্জে তক্ষকসহ ৩ পাচারকারী আটক

সুনামগঞ্জের জামালগঞ্জে একটি তক্ষকসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর গ্রামের মস্তফা মিয়ার ছেলে আহমদ আলী (৩৫), দিরাই উপজেলার কাইমা গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে আনজির মিয়া (৩২) ও বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের মৃত গুল আহমদের ছেলে আমজাদ আলী (৩৫)। জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বুধবার বিকেল পৌনে ৩টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ তক্ষকসহ তিন পাচারকারীকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আজ বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।রাজু আহমেদ রমজান/এফএ/জেআই