নওগাঁয় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ সরকারি কলেজ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিন মণ্ডল, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, সাংগঠনিক সম্পাদক রিয়াজ খান ও একরামুল বারী ডলারসহ জেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। শহরের বাঙ্গাবাড়িয়া, চকএনায়েত, বিহারী কলোনি, উকিলপাড়া ও কোমাইগাড়ীসহ বিভিন্ন এলাকায় তিন হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আব্বাস আলী/এএইচ/এমআরএম