দেশজুড়ে

বিএনপির সাবেক এমপির বাসায় কেয়ারটেকার খুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসার কেয়ারটেকারকে খুন করেছে ডাকাতরা। শনিবার গভীর রাতের কোনো এক সময় দিরাই উপজেলার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামসহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এদিকে রোববার বেলা ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর এলাকার ডাকর হাওর থেকে ওই এমপির বাসার কেয়ারটেকার লিলু মিয়ার (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিলু মিয়া এমপি নাছির উদ্দিন চৌধুরীর বাসায় কেয়াটেকারের দায়িত্ব পালন করে আসছিল। সে দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বলেন, নিখোঁজ কেয়ারটেকার লিলু মিয়ার মরদেহ শান্তিপুর এলাকার ডাকর হাওর থেকে উদ্ধার করা হয়েছে। নাছির চৌধুরীর বাসায় পরিদর্শনে গেলে দেখা যায় সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ প্রসঙ্গে সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, ঘটনার রাতে পারিবারিক কাজে তিনি সিলেটে অবস্থান করছিলেন। ডাকাতরা তার একটি রিভলবারসহ বিপুল পরিমাণ স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। তবে লাইসেন্স করা বন্দুকটি রয়ে গেছে। তিনি জানান, সকালে প্রতিবেশীদের মাধ্যমে ডাকাতির বিষয়টি জানতে পারেন। পরে জানতে পারেন বাসার কেয়ারটেকার নিখোঁজ।রাজু আহমেদ রমজান/এমএএস/জেআইএম