দেশজুড়ে

তাহিরপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিয়ান গ্রামের ইসলামনুর মিয়া ও পাশ্ববর্তী কদমতলী গ্রামের শাহজাহান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় টেঁটাবিদ্ধ ইসলামনুর মিয়া (৪৫), তার ছেলে সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন (২০), অপরপক্ষের তৌফিক মিয়া (৩০) ও জুয়েল মিয়াকে (২৫) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর-রশীদ জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।রাজু আহমেদ রমজান/এফএ/এমএস