জলমহালের দখল নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফখর উদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের মনোহরপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন মনোহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মনোহরপুর গ্রামের পার্শ্ববর্তী একটি জলমহালের দখলকে কেন্দ্র করে গ্রামের আব্দুস সোবহান ও একই গ্রামের মনফর মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলমহাল দখলে গেলে সংঘর্ষে ঘটনাস্থলেই ফখর উদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রাজু আহমেদ রমজান/এফএ/এমএস