দেশজুড়ে

এমপি লিটন হত্যার ঘটনায় আটক আরও ৪

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরও চারজনকে আটক করেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হলো। বুধবার ভোর রাত পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মো. আরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরিচয় জানানো হয়নি। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। জিল্লুর রহমান পলাশ/এফএ/আরআইপি