রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। বুধবার বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, বৈঠককালে রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে তার সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর সার্বিক উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন।রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।আরএস/আরআই