জাতীয়

বগুড়ায় ওয়ান ফার্মা কারখানা উদ্বোধন

বগুড়ায় ওয়ান ফার্মার কারখানার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মলি­ক এর উদ্বোধন করেন। বুধবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকায় এই কারখানার উদ্বোধন করা হয়।এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের ওষুধ শিল্পগুলো এখন চাহিদার সিংহভাগই পূরণ করতে সক্ষম। নতুন করে আরো কারখানা চালু করার মধ্য দিয়ে যে পরিমাণ ঘাটতি রয়েছে তা মোকাবিলা করা সম্ভব হবে। তিনি ওয়ান ফার্মার কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে বগুড়ার এই কারখানা উৎপাদনে গিয়ে ওষুধের মান যথাযথভাবে নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন। কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহইয়া, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, জিএম (প্লান্ট) আহসান উল­াহ, বিপনন প্রধান একেএম মঈনুদ্দীন শাহ, বিক্রয় প্রধান মোহাম্মদ মুসা প্রমুখ।এমএএস/পিআর