রংপুর-৪ (পীরগাছা) আসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি বলেছেন, এমপি লিটন হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের খুঁজে বের করতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর। অচিরেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে। বুধবার সন্ধ্যায় এমপি লিটনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে কবর জিয়ারত করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সব দিক বিবেচনা করে লিটন হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী লিটন হত্যায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।এসময় টিপু মুন্সির সঙ্গে ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রংপুর সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও মানবাধিকারকর্মী লুৎফা জাহান ডালিয়া। এসময় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে টিপু মুন্সি প্রথমে এমপি লিটনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাত শেষে তিনি লিটনের পরিবারের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। জিল্লুর রহমান পলাশ/এমএএস/আরআইপি