দেশজুড়ে

তিস্তা ব্যারাজের ভাটিতে পাথর উত্তোলন : শ্রমিকের কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ভাটিতে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে চার পাথর শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কার্যালয়ে এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের ছয়আনি ও পিত্তিফাটা গ্রামের সামিজ উদ্দিন (৬০), মোকছেদ আলী (৩০), নুর আমিন (২৮) ও রবিউল ইসলাম (৩৫)।হাতীবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ছয়আনি ও পিত্তিফাটা গ্রামের চার পাথর শ্রমিককে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির সামিজ উদ্দিনকে সাত দিন এবং বাকি তিনজনকে পাঁচ দিনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।রবিউল হাসান/এআরএ/পিআর