মাদারীপুরের শিবচরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ পাঁচটি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জান্নাতুল ফেরদৌস জানান, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় এবং প্রয়োজনীয় প্যাথলজিক্যাল সরঞ্জামদি ও লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপারাধে দুটি খাবার দোকানসহ পাঁচটি দোকানকে জরিমানা করা হয়। একেএম নাসিরুল হক/আরএআর/পিআর