দেশজুড়ে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

মাদারীপুরের কালকিনিতে মাহিন্দ্রের চাপায় তৌফিকুল ইসলাম (১৩) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের সিনিয়র ফাজিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মো. বিপ্লব বেপারির মাদরাসা পড়ুয়া ছেলে তৌফিকুল ইসলাম সাইকেল চালিয়ে মাদরাসা ছুটি শেষে বাড়িতে রওনা দেয়। পথিমধ্যে স্থানীয় প্রেসক্লাবের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাহিন্দ্র এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম