বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষীখালী গ্রামে গোপাল চাঁদ বারুণী স্নান ও মহামেলায় কমপক্ষে ২ লাখ লোকের জমায়েত হয়েছে। মদন ত্রয়োদশী তিথি অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে দুপুর ১টা ২৬ মিনিট পর্যন্ত চলে স্নানোৎসব। এদের মধ্যে তালিকাভূক্ত দলের সদস্য ১ লাখ নারী, পুরুষ ও শিশু ভক্ত বৃহস্পতিবার বারুণী স্নানে অংশ নিয়েছে।ভক্তরা ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে অংশ নেয়। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৪তম জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোড়েলগজ্ঞ উপজেলার প্রত্যন্ত লক্ষীখালী গ্রামে গোপাল সাধুর লীলাধামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলাও নামে পরিচিত।একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ড. শ্রী প্রশান্ত কুমার রায় এ মেলায় অংশগ্রহণ করেন। এছাড়াও বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম, মঘিয়া উপজেলা চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মেলা পরিদর্শন করেন।স্থানীয় ইউপি সদস্য আ. লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম বাদশার নেতৃত্বেও একটি দল স্নানে অংশ নেয়।লক্ষীখালী সেবাইত সাগর সাধু ঠাকুর জানান, মতুয়া ভক্তরা প্রতি বছর মধুকৃষ্ণা পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবে বারুণী স্নানে অংশ নেয়। ওড়াকান্দির ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতেও প্রতিবছর অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মহামেলা।এমএএস/আরআই