১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক গোলাম মোস্তফা আখন্দ। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ বাড়ি মাদারীপুরের শিবচরের উমেদপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। শিবচর উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা মহান এই ভাষা সৈনিকের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেন। বরিশালের বিএম কলেজের তৎকালীন ছাত্র গোলাম মোস্তফা আখন্দ ১৯৫২ সালে ঢাকার রক্তাক্ত মিছিলে অংশ নিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার ভাষা আন্দোলন কমিটির আহ্বায়ক ছিলেন। পরে তিনি শিক্ষকতা পেশা বেছে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম