মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ৫০০ কেজি জাটকাসহ পিকাপ জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত আটক দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।স্থানীয়, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৫০০ কেজি জাটকা ও একটি পিকাপ জব্দ করা হয়। এসময় কালকিনি উপজেলার মিয়ারহাট গ্রামের লোকমান সরদারের ছেলে জসিম সরদার (৪০) ও একই গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে বেলায়েত বেপারীকে (৩২) আটক করা হয়। সকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের আটক দুইজনকে এক বছর করে মৎস আইনে দণ্ডাদেশ দেন। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছগুলো জেলার বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।এআরএ/পিআর