দেশজুড়ে

পিকনিকের বাস উল্টে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে বিলে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, গোমস্তাপুরের নয়া দিয়াড়ি গ্রামের একটি দল লোক চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং থেকে বনভোজন শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি মহাডাঙ্গা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিনজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১২ জনকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার শেখ রফিকুল ইসলাম।আব্দুল্লাহ/এআরএ/এমএস