রাজনীতি

বিদেশিদের নাক গলানো সহ্য করবো না : ইনু

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয় নি উল্লেখ করে মৃত্যুদণ্ড স্থগিতের ব্যাপারে আহ্বান জানানো নিয়ে জাতিসংঘকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মেকি দরদ বাদ দিন, আমরা দেশ কিভাবে গড়বো, আমাদেরকে ভাবতে দিন। বিদেশিদের কোনো নাক গলানো সহ্য করবো না। শেখ হাসিনার সরকার শক্তিশালী সরকার। অপরাধীদের ফাঁসি হবে কার্যকর হবে।শনিবার দুপুরে ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসন অয়োজিত প্রবাসীদের পরিবারের সাথে মতবিনিময়, তাদের মেধাবী সন্তানদের ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী জাতিসংঘ ও ইউরোপিয় ইউনিয়নকে উদ্দেশ্য করে আরো বলেন, যারা আজকে যুদ্ধাপরাধী সর্ম্পকে উকালতি করছেন সেই বিদেশি বন্ধুরা, আপনাদের যদি এতো দরদ থাকে আগুন সন্ত্রাসে যখন মানুষ পুড়ছিল, সেইসব নেতা নেত্রীর বিরুদ্ধে তখন মুখ বন্ধ করে ছিলেন কেন।জনগণের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী আরো বলেন, জাতিসংঘ যাই বলুক আপনারা ভয় পাবেন না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের যদি মৃত্যুদণ্ড সাজা হয়, সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে।ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী’র সহধর্মিণী আফরোজা হক রীনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ। পরে তথ্যমন্ত্রী প্রবাসী মেধাবীদের হাতে ক্রেস্ট তুলে দেন।এমএএস/আরআই