বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, সরকার মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। সে কারণেই সারাদেশে যেখানে কোনো দুর্ঘটনা ঘটে আর মামলা দায়ের হয় বিএনপি নেতাকর্মীদের নামে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩০তম মৃত্যুবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যুবলীগ নেতা মানিক ও বাবুলকে গ্রেফতার করে। সেই মামলায় সরকারের চাপে খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে পুলিশ।মাহবুবুল হক বাবলুর কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঞা জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।সঞ্জিত সাহা/এআরএ/জেআইএম