চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার রহমান।তিনি জানান, ২০১২ সালের ৩ মে অনুষ্ঠিত হয় কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন। যার মেয়াদ শেষ হবে আগামী জুন মাসের ২০ তারিখে। কিন্তু কমিশনের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় ১৮০ দিন আগেই।তিনি আরও জানান, মনোনায়ন জমা দেয়ার শেষ তারিখ ২০ মার্চ। যাচাই-বাছাই হবে ২১ মার্চ এবং মনোনায়ন প্রত্যাহারের শেষ দিন রয়েছে ২৮ মার্চ।উল্লেখ্য, কানসাট ইউনিয় পরিষদে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৭ হাজার ৯৮৫ জন। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো.বেনাউল ইসলাম।মোহা. আব্দুলাহ/এএম/জেআইএম