দেশজুড়ে

ডিবির বিরুদ্ধে জেলগেট থেকে ৪ জনকে তুলে নেয়ার অভিযোগ

জয়পুরহাটে জামিনের পর নাশকতা মামলার চারজন আসামিকে কারাগারের মূল ফটক থেকে মাইক্রোবাসে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আসামিদের স্বজনরা । গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ তা অস্বীকার করায় উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা।নিরাপত্তাসহ হয়রানির কারণে নাম প্রকাশ না করার শর্তে জামিন প্রাপ্তদের স্বজনসহ কারাগারসূত্র জানায়, জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের নিহাজ উদ্দিনের ছেলে শাহ আলম, মিটনা গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ, দন্ডপানি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুল আলম।জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ ও হরতালের সময় জয়পুরহাটে বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশের করা মামলায় ওই চারজন ২০১৬ সালের ২৪ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠায়। জামিন প্রাপ্তদের স্বজনরা জানায়, গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে তারা জয়পুরহাট জেল গেইটে আসামাত্র কালো রঙয়ের মাইক্রোবাসে গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের তুলে নিয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের দিকে যায়।  জয়পুরহাট কারাগার সূত্র জানায়, মাইক্রোবাস নিয়ে জেল গেইট থেকে জামিন প্রাপ্তদের আবারও আটক দেখিয়ে পুলিশ নিয়ে গেছে।তবে এ ব্যাপারে জয়পুরহাট জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, এ ব্যাপারে পুলিশ কিছুই জানে না। কে বা কারা তাদের নিয়ে গেছে তার কোনো তথ্য নেই।এদিকে, পুলিশ জামিনপ্রাপ্তদের পুনরায় আটকের বিষয়টি অস্বীকার করায় উদ্বিগ্ন স্বজনরা রয়েছেন অজানা আতঙ্কে।রাশেদুজ্জামান/এএম/আরআইপি