দেশজুড়ে

হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকায় আটক ৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার থানা রোডের বন্ধু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হোটেল মালিকের নাম সঞ্চয় ঘোষ (৩০)।আটক অন্যরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মদন সরকারের ছেলে শঙ্কর সরকার (২০), পাকুল্লা গ্রামের তাহের মিয়ার ছেলে তানজী (২২), বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সুজন মিয়া (৩০) ও গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের কালু মিয়ার ছেলে শহীদুল ইসলাম (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের পোস্টকামুরী গ্রামের ভাষাণ ঘোষের ছেলে সঞ্চয় ঘোষ দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের ব্যবসার আড়ালে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হোটেল মালিক সঞ্চয় ঘোষসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জাগো নিউজকে বলেন, আটকদের জেল হাজতে পাঠানো হবে।এমজেড/এমএএস/আরআই