দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দফায়-দফায় সংঘর্ষে আহত ২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের লোকজনদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বিরাসার গ্রামের সোহেল মিয়ার সাথে রাস্তায় মোটরসাইকেল সাইড দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের মাইক্রোবাস চালক বাছির মিয়ার বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর দুপুর পৌনে একটার দিকে একই ঘটনায় উভয়পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এমজেড/এমএএস/আরআই