দেশজুড়ে

আক্কেলপুরে ভুয়া এসআই গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী জেলেপাড়া এলাকা থেকে হারুন-অর-রশিদ সাগর (২৫) নামে এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার মেজর হাসান আরাফাত।

গ্রেফতারকৃত হারুন-অর-রশিদ সাগর জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর কুমারপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার মেজর হাসান আরাফাত জানান, ভুয়া এসআই’র পরিচয়পত্র ব্যবহার করে বুধবার রাতে চাঁদাবাজি ও প্রতারণা করার সময় তাকে গেফতার করা হয়। ওই সময় তার কাছে পুলিশ বাহিনীর একটি জাল পরিচয়পত্র ও পুলিশের পোশাক পরিহত রঙিন ছবি উদ্ধার করা হয়।

রাশেদুজ্জামান/এআরএ/জেআইএম