দেশজুড়ে

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কারাগারে শিক্ষা কর্মকর্তা

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদকে (৪৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহফুজ এই নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, শিক্ষা কর্মকর্তা রাশেদুল ইসলাম তার স্ত্রী রাজিয়া সুলতানা ও ছোট দুই সন্তানকে নিয়ে পাঁচবিবি শহরের বালিঘাটা এলাকায় এক ভাড়া বাসায় থাকতেন।

বিয়ের পর থেকেই স্ত্রীকে যৌতুকের জন্য নানাভাবে শারীরিকভাবে নির্যাতন করতো। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্ত্রী রাজিয়া সুলতানা পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ দুপুরে বাসা থেকে তাকে গ্রেফতার করে। এরপর বিকেলে আদালত তাকে কারাগারে পাঠায়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এআরএ/জেআইএম