দেশজুড়ে

মহেশপুরে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া ও লড়াইঘাট নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ-এর পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।৬-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলার শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৪-আর-এর কাছে শূণ্য রেখা বরাবর মাইলবাড়ীয়ায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার ফয়জুল হক এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ পাখিউড়া ক্যাম্প কমান্ডার এসআই প্রমানন্দ।অপরদিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩৭-আর এর কাছে শূণ্য রেখা বরাবর লড়াইঘাট নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।এ পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার বাবুল শেখ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ছুটিপুর ক্যাম্প কমান্ডার এসআই শচিন কুমার ।পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাঁটা, ভারত থেকে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশি বা ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।এমজেড/আরআই